Monday , April 23 2018
Home / বিনোদন / টাইটানিক – রেকর্ড গড়া আর ভাঙ্গার কারিগর!

টাইটানিক – রেকর্ড গড়া আর ভাঙ্গার কারিগর!

গত সপ্তাহে টাইটানিক সিনেমার ২০ বছর পুর্ন হয়েছে। আমি আজ জানাবো কেন ২০ বছর পরে এসেও সে আমাদের আলোচনার একটি বিষয় হয়ে দাঁড়ায়! শুধু কেট উইন্সলেট আর ক্যাপ্রিওর অভিনয় না, টাইটানিককে আপনি মনে রাখতে পারেন রেকর্ড গড়ার এক কারিগর হিসেবে! আজ আমরা জানবো সে কি কি রেকর্ড গড়েছিলো!

১। প্রথম সিনেমা হিসেবে ১০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে টাইটানিক। এর আগে কোন সিনেমা তা করে দেখাতে পারেনি। এবং সবচেয়ে বেশি আয় করার রেকর্ড সে ১২ বছর ধরে রেখেছে। মজার কথা হলো রেকর্ডটি ভেঙ্গেছে ক্যামেরনের আরেক সিনেমা ‘অ্যাভাটার’। যা মাত্র ৩৯ দিনে ১.৮ বিলিয়ন কামিয়েছে।

২। গ্লোরিয়া স্টুয়ার্ট সবচেয়ে বেশি বয়সে সহ-অভিনেত্রীর জন্য একাডেমি অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন লাভ করেন। ৮৭ বছর বয়সে তিনি রোজের বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করেন।

৩। উত্তর আমেরিকার সিনেমা হলগুলোতে টানা ১৫ সপ্তাহ শীর্ষ সিনেমা হিসেবে ছিলো।

৪। এটি সবচেয়ে বেশি অস্কার নমিনেশন পাওয়া সিনেমার রেকর্ডে ভাগ বসিয়েছে। সিনেমাটি ২৪ টি ক্যাটাগরির ১৪ টিতেই নমিনেশন পেয়েছে।

রেকর্ডটি এখনো বিদ্যমান। কিন্তু লা লা ল্যান্ড ২০১৭ তে এই রেকর্ডে ভাগ বসায়।

৫। ১৪টি নমিনেশনের পর ১১টি পুরষ্কার জিতে  এর রেকর্ডে ভাগ বসায়।

রেকর্ডটি এখনো বিদ্যমান। কিন্তু লর্ড অফ দ্য রিং(২০০৩) এই রেকর্ডে ভাগ বসিয়েছে।

৬। যখন মুক্তি পায় তখন এটি ছিলো সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। যার বাজেট ছিলো ২০০ মিলিয়ন।

রেকর্ডটি এখন আর বিদ্যমান নেই। কিন্তু ১২ বছর সে রেকর্ডের মালিক ছিলো। কিং কং (২০০৫) সালে ২০৫ মিলিয়ন দিয়ে এই রেকর্ড ভাঙ্গেন।

Check Also

পরিণীতি, দিশা ও কিয়ারাকে নিয়ে ‘হাউসফুল ৪’

বলিউডে ব্যবসাসফল সিনেমা সিরিজ ‘হাউজফুল’। ২০১৬ সালে ‘হাউজফুল ৩’ মুক্তি পায়। কমেডি ঘরানার সিনেমাটির দর্শক …