Monday , June 18 2018
Home / ভাইরাল / হঠাৎ রাশিয়ায় পাড়ি জমাচ্ছেন জয়া,

হঠাৎ রাশিয়ায় পাড়ি জমাচ্ছেন জয়া,

জয়া আহসানের দু’হাত ভর্তি এখন ছবির কাজ। বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’-এর কাজ শেষ করেছেন। নিজের প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর।

বিশ্বকাপ ফুটবল ২০১৮ শুরু হচ্ছে আর কদিন বাদেই। বলা চলে দরজায় কড়া নাড়ছে । আর মাত্র ৮ দিন। তবুও শেষ হয় না অপেক্ষার প্রহর। সব ঝুট ঝামেলার পাঠ চুকিয়ে নিজের রাশিয়ায় পাড়ি জমাচ্ছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (পূর্ব) জয়ী এই তারকা ফুটবলপ্রেমী। তাই ফিফা বিশ্বকাপের জন্য মুখিয়ে আছেন তিনি।

প্রসঙ্গত, ফুটবলের এই মহাযজ্ঞ শুরু হচ্ছে আগামী ১৪ জুন। গ্যালারিতে বসে খেলা উপভোগের জন্য ইতোমধ্যেই রাশিয়ায় যাওয়ার টিকিট বুকিং দিয়েছেন জয়া। প্রিয় দল ব্রাজিলের অন্তত একটি খেলা দেখার ইচ্ছে আছে তার।

Check Also

‘কোন আমলে তুই স্টার ছিলি’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী ও খলনায়ক মিশা সওদাগরের বন্ধুত্ব অনেক দিনের। দুজন সিনেমায় …