‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিলকে নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে অনুষ্ঠানটি নিয়ে নিজের মতবাদ প্রকাশ করেন। তার সেই কথার ভিত্তিতে প্রতিযোগিতাটির আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী একটি টিভি সাক্ষাৎকারে সালমানকে ‘ফকিন্নির পুত’ বলে আখ্যায়িত করেন।
সালমান তার ফেসবুক পেজে বলেন, ‘আয়োজকরা জেসিয়া এবং হিমি দুইজনের সঙ্গেই উদ্দেশ্য প্রণদিত ভাবে অন্যায় করেছে এবং আইন লঙ্ঘন করেছে। তারা চাইলে চুক্তিপত্র বাতিল করে আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। কারণ মিস ওয়ার্ল্ডের নামে জাতীয় টেলিভিশনে একটি নোংরা খেলা হয়েছে এবং ২০ জন তরুণীর স্বপ্ন ও বিশ্বাস ভেঙ্গে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ’
টেলিভিশনের লাইভ প্রোগ্রামে স্বপন চৌধুরি বলেন, ‘ইউটিউবে দেখলাম সালমান মুক্তাদির নামের একটা ছেলে, সে বলছে ‘কপি-পেস্ট’ এর কারণে এসব হচ্ছে। আমি বলবো, ‘কপি-পেস্ট’ করার কারণে এমনটা হয়নি, এটা স্রেফ একটা ভুল। ’
তিনি আরও বলেছেন, ‘এই সালমান মুক্তাদির কয়দিন হলো ইন্ডাস্ট্রিতে এসেছে? আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি আজ ৩২ বছর। পঁচিশ বছর ইভেন্ট ম্যানেজমেন্টে, এর আগে গান-বাজনা করতাম। কোথাকার কোন ফকিন্নির পুত, আমাকে নিয়ে, আমার প্রতিষ্ঠানকে নিয়ে যা খুশি তাই বললেই হলো?’
উল্লেখ্য, প্রতিযোগিতাটি নিয়ে বিতর্কের এমন সময়ে সমালোচনা বন্ধ করতে আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে ছয় বিচারক ও দশ প্রতিযোগি উপস্থিত থাকবেন। ওই সম্মেলনে সব কিছুর ইতি টানা হবে।