Breaking News
Home / সাস্থ্যবার্তা / মাথা কেনো ঘুরে? করনীয় কি?

মাথা কেনো ঘুরে? করনীয় কি?

চলাফেরা করার সময় অনেকে ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় মাথা ঘুরানো, চোখে হঠাৎ ঝাপসা দেখা, বমি হওয়া  এ ধরনের সমস্যা হতে পারে।

এটি মাথা ঘুরানোর লক্ষণ, মেডিকেল ভাষায় যাকে Vertigo বলে। অনেক ক্ষেত্রে এটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়, কারও কারও ক্ষেত্রে কয়েকদিন বা কয়েক মাস স্থায়ী হয়।

এ সমস্যা সৃষ্টির জন্য জড়িত তিনটি অঙ্গ – অন্তঃকর্ণ, চোখ ও ঘাড়ের জয়েন্ট। বেশিরভাগ রোগীর অন্তঃকর্ণের ভেসটিবুলার ও সেমি সার্কুলার ক্যানেলের কারণে Vertigo হয়। মস্তিষ্কের কারণে মাথা ঘোরানো হলে শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের দুর্বলতা বা প্যারালাইসিস, মস্তিষ্কে ব্যাথা, বুদ্ধিমত্তা ও শ্রবণশক্তি ঠিকমতো কাজ না করার মতো সমস্যা হয়ে থাকে। ঘাড়ের আর্থ্রাইটিস বা হাড় ক্ষয় থেকেও ভার্টিগো হয়, কানের বেশ কিছু অসুখে মাথা ঘোরানো সমস্যা হয় –

* কানের ভেতর ময়লা জমে গেলে
* মধ্যকর্ণ বা বহির্কর্ণে ইনফেকশন
* কানে পর্দা না থাকা
* ঘনঘন কান পাকা
* কোলেস্টিয়াটমা বা কানের মধ্যে পানি জমা
* ঘনঘন সর্দি-কাশি হলে
* নাকের হাড় বাঁকা
* সাইনাসে দীর্ঘদিনের ইনফেকশন

করণীয় : মাথা ঘোরানো তীব্র ও হঠাৎ করে হলে বিশ্রাম জরুরি। ঘন ঘন বমি হলে বমিরোধক ঔষুধ ও স্যালাইন খেতে হবে। স্টিমেটিল বা সিনারনজাতীয় ঔষুধ খাওয়া যেতে পারে। এরপরও সমস্যার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শ জরুরি।

Check Also

দেহ থেকে ২২ লিটার রক্ত খেল বক্রকৃমি!

ভারতের দিল্লির ১৪ বছরের কিশোরের মলের সঙ্গে রক্তপাত হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। বিভিন্ন ধরনের পরীক্ষা …

error: Content is protected !!