Breaking News
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / এমন ৫ চাকরির খোঁজ, ‌‌‌‌যেখানে গ্র্যাজুয়েট হলেই মোটা বেতন! ঘুরে বেড়ান বিদেশেও

এমন ৫ চাকরির খোঁজ, ‌‌‌‌যেখানে গ্র্যাজুয়েট হলেই মোটা বেতন! ঘুরে বেড়ান বিদেশেও

‘আরে এখন ‌যা সময় এসেছে, তাতে শুধু ব্যাচেলর হয়ে লাভ নেই, মাস্টারস’টা করে নে’। বাড়ির গুরুজনদের কাছ থেকে এখন অল্পবিস্তর আমাদের প্রত্যেককেই এই কথা শুনতে হয়। অনেকেই বলেন, এখনকার দিনে কেবল গ্র্যাজুয়েশন করে কোনও ভালো চাকরি পাওয়া ‌যাবে না। অথচ, আমাদের চারপাশে এরকম অনেকেই আছেন, ‌যাঁরা, কেবল গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক করেই মোটা বেতনের চাকরি করছেন, ‌বিদেশ ঘুরছেন।সাফল্যের কোনও শর্টকাট হয় না। তবুও এমন কিছু ক্ষেত্র রয়েছে ‌যেখানে কেবল স্নাতক করেই, অর্থাৎ মাস্টার ডিগ্রি না করেও জীবনে অনেক উন্নতি করা সম্ভব। পাঠকদের জন্য রইল এমন কিছু চাকরির খোঁজ..

চিফ এক্সিকিউটিভ
প্ল্যান করুন, পরিচালনা করুন, প্রজেক্টের অপারেশন সংক্রান্ত সং‌যোগের দেখভাল।
বার্ষিক বেতনঃ ১,৮১,২১০ মার্কিন ডলার (২০১৬ সাল প‌র্যন্ত)
বিশ্বে চাকরির সু‌যোগঃ ৫৮,৪০০ (২০২৪ সাল প‌র্যন্ত)
অভিজ্ঞতা কমপক্ষে ৫ বছর

কম্পিউটার সিস্টেম ও ইনফরমেশন ম্যানেজার
একটি সংস্থার ইনফরমেশন সংক্রান্ত প্রয়োজনীয়তা ও কম্পিউটার সিস্টেম স্থাপনের দায়িত্ব থাকে এই ম্যানেজারদের ওপর
বার্ষিক বেতন- ১,৩৪,৭৩০ মার্কিন ডলার (২০১৬ সাল প‌র্যন্ত)
বিশ্বে চাকরির সু‌যোগ- ৫৯,৫০০ (২০২৪ সাল প‌র্যন্ত)
অভিজ্ঞতা কমপক্ষে ৫ বছর

পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার
তেল ও গ্যাস নির্গমনের সবথেকে লাভজনক পদ্ধতি বাছাই করা কাজ
বার্ষিক বেতন- ১২৮,২৩০ মার্কিন ডলার
বিশ্বে চাকরির সু‌যোগ- ১৩,০০০
অভিজ্ঞতার প্রয়োজন নেই

মার্কেটিং ম্যানেজার
প্রোডাক্ট সংক্রান্ত সংস্থার দাবি ও লক্ষ্যপূরণের ‌যাবতীয় ‌দায়িত্ব মার্কেটিং ম্যানেজারের ওপর
বার্ষিক বেতন- ১৩১,১৮০ মার্কিন ডলার
বিশ্বে চাকরির সু‌যোগ- ৬৪,০০০
অভিজ্ঞতা কমপক্ষে ৫ বছর

আর্কিটেকচারাল ও ইঞ্জিনিয়ারিং ম্যানেজার
কোনও নতুন স্থাপত্য সংক্রান্ত ‌যাবতীয় তথ্য ও পরিকল্পনার দায়িত্ব
বার্ষিক বেতন- ১৩৪,৭৩০ মার্কিন ডলার
বিশ্বে চাকরির সু‌যোগ- ৫৪,৯০০
অভিজ্ঞতা কমপক্ষে ৫ বছর

Check Also

এই ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিংস গড়বে বিশ্ব রেকর্ড!

এর আগে ২০০x২০৯ মাইক্রোমিটারের একটি ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিং কার্ডের কথা জানা যায়। আর ১ মাইক্রোমিটার …

error: Content is protected !!