Wednesday , May 23 2018
Home / বিনোদন / ডিসেম্বর মাসেই বিয়ের পিড়িতে বসছেন আনুষ্কা ও কোহলি!

ডিসেম্বর মাসেই বিয়ের পিড়িতে বসছেন আনুষ্কা ও কোহলি!

ডিসেম্বরেই কি বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির বিয়ের ফুল ফুটতে চলেছে? শোনা যাচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চার হাত এক হতে চলেছে। তবে দেশে নয়, বিদেশের মাটিতে সাত পাকে বাঁধা পড়বেন দুজন।
শুধু কি তাই! এরই মধ্যে নাকি দিনক্ষণও ঠিক হয়ে গেছে। ৯ থেকে ১২ই ডিসেম্বরের মধ্যে যেকোনো একটি তারিখে ছাদনাতলায় যেতে পারেন বিরাট কোহলি। সূত্রের খবর অনুযায়ী, এই মেগা বিয়ে অনুষ্ঠিত হতে পারে ইতালিতে। বৃহস্পতিবারই রওনা দিতে পারেন বিরাট কোহলি।
গত সপ্তাহে আনুশকার বাড়িতে গিয়েছিলেন পোশাক ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

তার ডিজাইনার পোশাক পরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন আনুশকা, এমনটাই জল্পনা। সূত্রের খবর, এই বিয়েতে কোনো ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়নি। বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগতই রাখা হয়েছে। বিরাটের পরিজন ও নিকট বন্ধুবান্ধবরা ইতালির টিকিট কেটে ফেলেছেন বলেও জানা যাচ্ছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছুটি দেয়া হয়েছে ক্যাপ্টেন কোহলিকে। সেই অবসরেই সম্ভবত ইতালির মিলানে বিয়ে সারবেন ভারত অধিনায়ক। ২১শে ডিসেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত হতে পারে বিয়ের ভোজসভা।
কিন্তু এই খবর উড়িয়ে দিয়েছেন আনুশকার মুখপাত্র। তবে, নায়িকা যে ব্যস্ততা থেকে বিরতি নিয়েছেন, তা স্বীকার করেছেন তিনি।

সূত্র : জি নিউজ

Check Also

গায়ের রঙ “ফর্সা” করিয়েছেন যে ৭ বলিউড সুন্দরী (ছবি সহ)

বলিউড তারকাদের সৌন্দর্য কি কেবল মেকআপ আর ক্যামেরার কারসাজিতে? না, এর পেছনে আরও অবদান রাখে …