Monday , April 23 2018
Home / এক্সক্লুসিভ / ভিডিও বার্তায় কোহলিকে যে উপদেশ দিলে ভিলিয়ার্স!

ভিডিও বার্তায় কোহলিকে যে উপদেশ দিলে ভিলিয়ার্স!

গত ১১ ডিসেম্বর ইতালির তুষ্কানির এক ঐতিহ্যবাহী দুর্গে বিবাহ সম্পন্ন করেছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা ।   জানা যায়, একবারে হানিমুন শেষ করেই দেশে ফিরবেন এই নব দম্পত্তি।

এদিকে তাদের এই বিয়েতে সাথে থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মিডিয়ার মানুষ থেকে শুরু করে কহলীর সতীর্থরাও ।  আর এই থেকে বাদ জাননি দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির অধিনায়কত্বে খেলেন এবি

ভিলিয়ার্স ।   আর তারই সুবাদে বন্ধুত্ত্ব গড়ে উঠে তাদের।  আর তাইতো সম্প্রতি এক ভিডিও বার্তায় বিরুষ্কাকে অনেক সন্তানের বাবা-মা হওয়ার কথা বলে মজার ছলে শুভেচ্ছা জানালেন ভিলিয়ার্স।

ভারতীয় অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে ভিলিয়ার্স বলেছেন, ‘বিরাট-আনুশকা তোমাদের অভিনন্দন।  বেশ অবাক হয়েছি।  তবে এটা হওয়ারই ছিল।  আমার ভাল বন্ধু বিরাট ও আনুশকাকে আন্তরিক শুভেচ্ছা।  তোমরা সুখী জীবন কাটাবে।  আশা করি, অনেক সন্তান হবে তোমাদের। ’

উল্লেখ্য, ইতালীতে হানিমুন শেষ করে এই মাসেই নিজ দেশে ফিরবেন এই অধিনায়ক।  অতঃপর আগামী ২১ ডিসেম্বর কোহলির হোম টাউন দিল্লিতে ও ২৬ ডিসেম্বর মুম্বাইতে দুটি পৃথক পার্টি হওয়ার কথা বিরুষ্কাদের।

Check Also

ভ্যালেন্টাইনস ডে সম্পর্কে অজানা কিছু তথ্য!

ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের আর মাত্র বাকী আছে একদিন। এই বিশেষ দিনে সবাই …